নামজারি খতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন? namjari khatian download করার পদ্ধতি এই পোস্টে জানতে পারবেন।
নামজারির জন্য আবেদন করার ২৮ দিনের মধ্যেই নামজারি আবেদন মঞ্জুর হয়ে যায়। এরপরে আপনি তাহলে অনলাইনে নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
তাই আসুন, namjari khatian download করার সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
নামজারি খতিয়ান ডাউনলোড
নামজারি খতিয়ান ডাউনলোড করার জন্য https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। তারপরে নামজারি খতিয়ান নির্বাচন করুন। এরপরে আপনার জমির ঠিকানা সিলেক্ট করুন। অতঃপর খতিয়ান নং দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন। পরিশেষে ১০০ টাকা ফি প্রদান করে নামজারি খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করে নিন।
এভাবেই উপরোক্ত তথ্যগুলো প্রদান করে অনলাইনে নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করতে পারবেন।
নামজারি খতিয়ান ডাউনলোড যা যা লাগবে
namjari khatian download করার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করতে যা যা লাগবে নিম্নে তা উল্লেখ করা হল।
- জমির বিভাগ;
- জমির জেলা;
- জমির থানা বা উপজেলা;
- জমির মৌজা;
- খতিয়ানের ধরন;
- খতিয়ান নাম্বার/দাগ নাম্বার;
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার;
- মোবাইল নাম্বার;
- স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন।
মূলত এই কয়েকটি ডকুমেন্টস হলেই আপনি অনলাইনে নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করতে পারবেন খুব সহজে।
নামজারি খতিয়ান ডাউনলোড করার নিয়ম
অনলাইনে নামজারি খতিয়ান ডাউনলোড করা একদম সহজ। যে কেউ নিম্নের ধাপ গুলো অনুসরণ করে নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করতে পারবে।
ধাপ ০১ – ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে ভিজিট করুন
নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করার জন্য প্রথমেই ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে ভিজিট করুন। এজন্য গুগলে গিয়ে Land GOv BD লিখে সার্চ করবেন। তারপরে প্রথম সাইটে প্রবেশ করুন।
ধাপ ০২ – ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন
https://land.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করার পর অনেকগুলো মেন্যু আসবে। এরমধ্যে হতে ভূমি রেকর্ড ও ম্যাপ মেন্যুতে ক্লিক করবেন।
ধাপ ০৩ – নামজারি খতিয়ান সিলেক্ট করুন
https://dlrms.land.gov.bd/ উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পর বেশকয়েকটি মেন্যু বার আসবে। এখান থেকে নামজারি খতিয়ান মেন্যুতে ক্লিক করুন।
ধাপ ০৪ – বিভাগ এবং জেলা নির্বাচন করুন
এই পর্যায়ে আপনার বিভাগ এবং জেলা নির্বাচন করতে হবে। বিভাগ মেন্যু থেকে আপনার জমির সঠিক বিভাগ নির্বাচন করুন। এরপরে জেলা মেনু থেকে জমির সঠিক জেলা নির্বাচন করবেন।
ধাপ ০৫ – উপজেলা এবং মৌজা নির্বাচন করুন
এবার আপনার উপজেলা এবং মৌজা নির্বাচন করুন। প্রথমে উপজেলা অপশন থেকে আপনার জমির সঠিক উপজেলা নির্বাচন করেন। আপনার জমি যদি উপজেলার অধীনে না থাকে তাহলে আপনার জমির থানা নির্বাচন করুন। তারপরে আপনার জমির মজা নির্বাচন করতে হবে।
ধাপ ০৬ – খুজুন মেন্যুতে ক্লিক করুন
খতিয়ান তালিকা এই ঘরে আপনার জমির খতিয়ান নাম্বার দিবেন। অতঃপর, খুজুন মেন্যুতে ক্লিক করতে হবে। তারপরে জমির মালিকানার তথ্য আসলে সেখানে ডাবল ক্লিক করবেন।
অথবা যে নামজারি ডাউনলোড করতে চাচ্ছেন তার নাম, ঠিকানা নিচে দেখতে পেলে নামের উপরে ডাবল ক্লিক করবেন।
ধাপ ০৭ – ঝুড়িতে রাখুন মেন্যুতে ক্লিক করুন
এ পর্যায়ে আপনার সামনে উক্ত নামজারি খতিয়ানের মালিকানার যাবতীয় তথ্য শো করবে। এখানে জমির পরিমাণ, জমির মালিকের নাম এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন। এখান থেকে ঝুড়িতে রাখুন মেন্যুতে ক্লিক করুন।
ধাপ ০৮ – চেক আউট মেন্যুতে ক্লিক করুন
তারপরে ডান পাশে থাকা চেক আউট মেন্যুতে ক্লিক করবেন। তারপরে নিচের ছবির মত আপনার ফোনে বেশ কয়েকটি মেন্যু শো করবে। এখান থেকে অনলাইন কপি নির্বাচন করবেন। তারপরে উপজেলা নির্বাচন করবেন। এরপরে চেক আউট করুন মেন্যুতে ক্লিক করে দিবেন।
ধাপ ০৯ – লগইন করুন
এ পর্যায়ে আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপরে পাসওয়ার্ড দিন। এবার ক্যাপচা কোড পূরণ করুন। অতঃপর লগইন বাটনে ক্লিক করুন।
আর যদি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনার একাউন্ট করা না থাকে তাহলে সরাসরি Register বাটনে ক্লিক করবেন।
ধাপ ০৯ – রেজিস্টার করুন
এবারে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনার নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।
- প্রথমে আপনার নাম ইংরেজিতে লিখুন;
- তারপরে আপনার মোবাইল নাম্বার ইংরেজিতে লিখুন;
- এবার শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে;
- অতঃপর সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ১০ – নামজারি খতিয়ান ডাউনলোড করুন
এরপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে আপনার সিলেক্ট করা নামজারি খতিয়ানের ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
এভাবে উপরোক্ত কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই নামজারি খতিয়ানের তথ্য ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে।