BRS Khatian Check Online- অনলাইনে বি আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু কিভাবে বি আর এস খতিয়ান অনুসরণ করতে হয় তা জানেন না? তাহলে আজকের এই পোস্ট শুধুমাত্র আপনার জন্য।
বর্তমান সময়ে খতিয়ান যাচাই করার জন্য আর অন্য কোথাও যেতে হয় না। প্রযুক্তির এই যুগে, আপনি ঘরে বসেই বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
তাই আসুন, ঘরে বসে বি আর এস খতিয়ান যাচাই করার সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক।
বি আর এস খতিয়ান যাচাই করুন
বি আর এস খতিয়ান যাচাই করার পদ্ধতি হয়েছে ধাপে ধাপে উল্লেখ্য করা হয়েছে। নিম্নের ধাপগুলো অনুসরণ করে সহজেই বি আর এস খতিয়ান অনুসন্ধান করুন।
স্টেপ ১- ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করুন
বি আর এস খতিয়ান যাচাই করার জন্য প্রথমেই ভূমি মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এজন্য ক্রোম ব্রাউজারে গিয়ে land gov bd লিখে সার্চ করুন।
এরপরে উপরের মার্ক করা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অথবা এতকিছু যদি না বোঝেন, তাহলে এই land.gov.bd লিংকে ক্লিক করুন।
স্টেপ ২- ভূমি রেকর্ড ও ম্যাপ মেন্যুতে ক্লিক করুন
ভূমি মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর বেশ কয়েকটি মেন্যু দেখতে পারবেন। এর মধ্যে থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ মেন্যুতে প্রবেশ করতে হবে।
এজন্য নিচের দিকে স্কলডাউন করুন। তারপরে ভূমি রেকর্ড ও ম্যাপ লেখাতে সরাসরি ক্লিক করুন।
স্টেপ ৩- সার্ভে খতিয়ান মেন্যুতে ক্লিক করুন
আপনি যখন ভূমি রেকর্ড ও ম্যাপ মেন্যুতে ক্লিক করবেন তখন আবারও বেশ কয়েকটি মেন্যু দেখতে পারবেন। এর মধ্যে থেকে সার্ভে খতিয়ান মেন্যুতে ক্লিক করে দিবেন।
স্টেপ ৪- আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করুন
এই স্টেপে আপনার জমির বিভাগ এবং জেলা সিলেক্ট করতে হবে। প্রথমে আমি আমার বিভাগ সিলেক্ট করলাম। তারপরে আমার জেলা সিলেক্ট করলাম।
একই রকমভাবে আপনিও আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করলে অটোমেটিক জেলা চলে আসবে। তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন।
স্টেপ ৫- উপজেলা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করুন
বিভাগ এবং জেলা সঠিকভাবে সিলেক্ট করার পর এখন আপনার কাজ হচ্ছে জমির উপজেলা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করতে হবে।
প্রথমে উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে। তারপর খতিয়ানের ধরণ অপশন হতে বি আর এস খতিয়ান সিলেক্ট করবেন।
আমি আমার জমির উপজেলা প্রথমে সিলেক্ট করেছি। তারপরে খতিয়ানের অপশন থেকে বি আর এস সিলেক্ট করেছি।
স্টেপ ৬- মৌজা এবং খতিয়ান নং লিখুন
বিভাগ, জেলা, উপজেলা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করার পরে এখন আপনার কাজ হচ্ছে আপনার জমির মৌজা সিলেক্ট করা। তাই আপনার জমির সঠিক মৌজা সিলেক্ট করবেন।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার খতিয়ান নাম্বার দেওয়া। আপনার জমির খতিয়ান নাম্বার নিশ্চয়ই আপনার মনে আছে। এবার খতিয়ান নাম্বার দিতে হবে।
খতিয়ানের তালিকা এই ঘরে আপনার জমির খতিয়ান নাম্বার দিবেন। আমার জমির খতিয়ান নাম্বার ৯৩। আমি খতিয়ান নাম্বার লিখেছি, আপনিও একই রকম ভাবে খতিয়ান নাম্বার লিখবেন।
সঠিকভাবে খতিয়ান নাম্বার লেখার পরে সরাসরি সার্চ আইকনে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার খতিয়ানের তথ্য চলে এসেছে।
এবার খতিয়ানের তথ্যের উপর ডাবল ক্লিক করবেন। তাহলে আপনার জমির খতিয়ান এবং মালিকানার তথ্য দেখতে পারবেন।
এভাবেই উপরোক্ত এই কয়েকটি স্টেপ ফলো করে যেকোন জমির বি আর এস খতিয়ান বের করতে পারবেন মাত্র ১ মিনিটে।