পুরাতন দলিল বের করতে চাচ্ছেন কিন্তু নাম দিয়ে জমির দলিল বের করার উপায় জানেন না? এই পোস্ট পড়ে পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে।
তাই চলুন, দেরি না করে অনলাইনে দলিল অনুসন্ধান করার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
বাংলাদেশে এখন পর্যন্ত মোবাইলে পুরাতন দলিল বের করার কোন সিস্টেম চালু হয়নি। অর্থাৎ, অনলাইনে আপনি পুরাতন দলিল কখনোই বের করতে পারবেন না।
তবে অনলাইনে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকানা সহজেই বের করতে পারবেন। তাই আপনি যদি জমির মালিকানা বের করতে চান তাহলে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।
নাম দিয়ে জমির দলিল
আমাদের দেশে এখন পর্যন্ত নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করার কোন পদ্ধতি চালু হয়নি। আপনি ইচ্ছা করলেই নাম দিয়ে জমির দলিল যাচাই করতে পারবেন না।
তবে কেউ যদি ইচ্ছা করে তাহলে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবে অনলাইনে।
অনলাইনে দলিল অনুসন্ধান
এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইনে দলিল অনুসন্ধান করার কোন সিস্টেম চালু হয়নি। তাই অনলাইনে দলিল অনুসন্ধান করা সম্ভব না।
জমির দলিল অনুসন্ধান করতে হলে আপনাকে নিকটস্থ সাব রেজিস্টার্ড অফিসের যোগাযোগ করতে হবে।
জমির দলিল অনুসন্ধান
অনলাইনে জমির দলিল অনুসন্ধান করার কোন পদ্ধতি নেই। জমির দলিল অনুসন্ধান করতে হলে আপনাকে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এবং জেলা সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে।
তাই জমির দলিল অনুসন্ধান করার জন্য জমির বিক্রেতা এবং গ্রহীতার নাম ও জমি বিক্রয়ের সন তারিখ নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করুন।
নাম দিয়ে জমির মালিকানা যাচাই
নাম দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে আপনাকে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান সিলেক্ট করতে হবে।
এ পর্যায়ে আপনার জমির বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করবেন। তারপরে খতিয়ানের ধরন অপশন থেকে আপনার জমির খতিয়ান সিলেক্ট করুন।
এখন বাম পাশে থাকা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। অতঃপর, মালিকানা এর ঘরে জমির সঠিক মালিকের নাম লিখুন।
আপনার উপরোক্ত তথ্য প্রদান করা যদি সঠিক থাকে তাহলে জমির মালিকানা বের করতে পারবেন খুব সহজেই।