নামজারি আবেদন করতে চাচ্ছেন অথচ নামজারি করতে কত টাকা লাগে, নামজারি করতে কি কি লাগে এবং নামজারি করতে কতদিন সময় লাগে জানেন না? তাহলে এই পোষ্ট অব্দি পড়ে নামজারি করতে কত টাকা, কি কি ও কতদিন সময় লাগে এসব বিষয় জেনে নিন। 

নতুন জমি ক্রয় করার পরে জমির মালিকানা পরিবর্তন করতে হয়। জমির মালিকানা পরিবর্তন করার এই প্রক্রিয়াটি হচ্ছে নামজারি। অর্থ্যাৎ, জমির মালিকানা পরিবর্তন করতে হলে নামজারি আবেদন করতে হবে। 

নামজারি আবেদন করার সময় আপনার যদি নামজারি করতে কত টাকা, কি কি ও কতদিন সময় লাগে এসব বিষয় জানা থাকে। তাহলে নামজারি আবেদন অনেকটা সহজ হবে। 

তাই আসুন, দেরি না করে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

নামজারি করতে কত টাকা লাগে ২০২৫

নামজারি আবেদন করতে সর্বমোট ১ হাজার ১৭০ টাকা লাগে। অর্থ্যাৎ, নামজারি করতে সর্বমোট ১,১৭০ টাকা জমা দিতে হয়। 

১,১৭০ টাকার মধ্যে কোর্ট ফি বাবদ ২০ টাকা, নোটিশ ফি বাবদ ৫০ টাকা এবং DCR বাবদ ১,০০০ টাকা লাগে। 

তবে ভূমি অফিসে কিছু অসাধু কর্মকর্তা নামজারি করতে ১,১৭০ টাকার চেয়ে অধিক টাকা দাবি করে। তাই কোন কর্মকর্তা যদি ১,১৭০ টাকার চেয়ে অধিক টাকা দাবি করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। 

বর্তমানে মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে নামজারি ফি পরিশোধ করা যাবে। 

নামজারি করতে কি কি লাগে? 

নামজারি আবেদন করতে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস জমা দিতে হয়। তাই নামজারি আবেদন করার পূর্বে নিম্নে থাকা কাগজপত্রগুলো আগে থেকে সংগ্রহ করে নেবেন। নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে এগুলো হচ্ছে………. 

  • সম্পত্তি বা জমির মূল দলিলের কপি;
  • সর্বশেষ খতিয়ানের কপি; 
  • জমি বিক্রেতা এবং গ্রহীতার ভোটার আইডি কার্ডের ফটোকপি; 
  • জমি বিক্রেতা এবং গ্রহীতার পাসপোর্ট সাইজের ছবি; 
  • ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ। 

এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ওয়াশিয়ান সনদ, হেবা দলিল এবং জমির নকশা ইত্যাদি প্রয়োজন হয়। তাই জমির মালিকানা পরিবর্তন করতে আগে থেকে উক্ত কাগজপত্র গুলো সংগ্রহ করুন। 

নামজারি করতে কতদিন সময় লাগে? 

নামজারি আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে নামজারি করতে সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত সময় লাগে। অর্থাৎ, আবেদন করার ২৮ দিনের মধ্যেই আপনার নাম আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। 

এছাড়া নামজারি আবেদন করার পরে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে নামজারি আবেদন যাচাই করতে পারেন অনলাইনে। 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s 

নামজারি ডিসিআর ফি কত?

নামজারি ডিসিআর ফি ১,১০০ টাকা। 

নামজারি করতে নোটিশ জারি ফি কত টাকা?

নামজারি করতে নোটিশ জারি ফি বাবদ  টাকা ৫০ টাকা লাগে। 

জমি মিউটেশন খরচ ২০২৫ কত?

জমি মিউটেশন খরচ ১ হাজার ১৭০ টাকা। 

জমি খারিজ করতে কত টাকা লাগে ২০২৫?

বর্তমানে জমি খারিজ করতে সবমিলিয়ে ১,১৭০ টাকা লাগে। 

জমির মিউটেশন করতে কত টাকা ফি লাগে?

জমির মিউটেশন করতে ১,১৭০ টাকা ফি লাগে। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *