জমি ক্রয় করার পূর্বে জমির মালিকানা যাচাই করা আবশ্যক। বর্তমানে ঘরে বসে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম যাচাই করতে পারবেন।
তাই আসুন, কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা বের করবেন তা জেনে নেওয়া যাক।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার জন্য সর্বপ্রথম dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে, সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করুন।
এবার জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন। অতঃপর, বাম পাশে থাকা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন।
এরপরে দাগ নং এর ঘরে আপনার জমির সঠিক দাগ নাম্বার লিখুন। তারপরে খুঁজুন বাটনে ক্লিক করুন।
ব্যাস, এভাবেই দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম এবং জমির মালিকানার তথ্য যাচাই করতে পারবেন খুব সহজে।
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করা একদম সিম্পল। নিম্নে থাকা স্টেপ গুলো অনুসরণ করে সহজেই দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করুন।
স্টেপ ১ঃ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন
দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করার জন্য প্রথমেই আপনাকে https://land.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করে দেবেন।
স্টেপ ২ঃ জমির বিভাগ এবং জেলা নির্বাচন করুন
এ পর্যায়ে আপনার জমির ঠিকানা প্রদান করতে হবে। প্রথমে আপনার জমির বিভাগ নির্বাচন করুন। বিভাগ নির্বাচন করার পরে জেলা নির্বাচন করতে হবে।
স্টেপ ৩ঃ জমির উপজেলা এবং খতিয়ানের ধরণ নির্বাচন করুন
এখন আপনার জমির উপজেলা নির্বাচন করবেন। উপজেলা নির্বাচন করা শেষ হলে আপনার জমির খতিয়ানের ধরণ নির্বাচন করতে হবে। আপনার জমি যদি আরএস খতিয়ানের হয় তাহলে আরএস নির্বাচন করুন।
স্টেপ ৪ঃ মৌজা নির্বাচন করুন
- প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে;
- তারপরে জেলা নির্বাচন করতে হবে;
- এরপরে উপজেলা/থানা নির্বাচন করবেন;
- অতঃপর আপনাকে মৌজা নির্বাচন করতে হবে।
তাই এই পর্যায়ে আপনার জমির সঠিক মৌজা নির্বাচন করে ফেলুন।
স্টেপ ৫ঃ অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন
আপনার হাতের ডান পাশে দেখবেন অধিকতর অনুসন্ধান নামে একটি বাটন আছে। আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে। তাই দেরি না করে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে ফেলুন।
স্টেপ ৬ঃ দাগ নম্বর লিখুন
অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে দাগ নং এর ঘরে আপনার জমির সঠিক দাগ নাম্বার লিখুন।
স্টেপ ৭ঃ খুঁজুন বাটনে ক্লিক করুন
জমির সঠিক দাগ নম্বর প্রদান করার পরে এবার সরাসরি খুঁজুন বাটনে ক্লিক করবেন। তাহলে উক্ত দাগ নাম্বারে কোন জমি আছে কিনা তা চলে আসবে।
তারপরে সেই অপশনে ডাবল ক্লিক করবেন। তাহলে উপরের ছবির মত জমির মালিক আনার তথ্য আপনার মোবাইলে ভেসে আসবে।
এভাবেই উপরোক্ত সাতটি স্টেপ ফলো করে দাগ নাম্বার দিয়ে যেকোনো জমির মালিকানার তথ্য বের করতে পারবেন খুব সহজে।
জমির মালিকানা বের করার উপায়
জমির মালিকানা বের করার জন্য প্রথমে dlrms.land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে জমির ঠিকানা প্রদান করুন। জমি ঠিকানার মধ্যে রয়েছে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা। তাই এই কয়েকটি ঠিকানা সঠিকভাবে নির্বাচন করতে হবে।
তারপরে জমির খতিয়ানের ধরন নির্বাচন করবেন। এবার খতিয়ান নাম্বার এর ঘরে খতিয়ান নাম্বার লিখুন। অতঃপর খুঁজুন বাটনে ক্লিক করুন।
ব্যাস, উক্ত জমির মালিকের নাম এবং জমির পরিমাণ সবকিছুই চলে আসবে মুহূর্তের মধ্যে।
জমির দাগ নম্বর ও খতিয়ান অনুসন্ধান
- জমির দাগ নম্বর ও খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ভিজিট করুন;
- তারপরে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করুন;
- এবার জমির বিভাগ এবং জেলা নির্বাচন করুন;
- এরপরে জমির উপজেলা বা থানা এবং খতিয়ানের ধরণ নির্বাচন করুন;
- এখন জমির মৌজা নির্বাচন করতে হবে;
- অতঃপর দাগ নং অথবা খতিয়ান নাম্বার লিখুন;
- সবশেষ খুঁজুন বাটনে ক্লিক করুন।
তারপর দেখবেন আপনার উক্ত জমির দাগ নম্বর এবং খতিয়ান নাম্বার অনুসন্ধান করার পাশাপাশি জমির মালিকানা তথ্য বের করতে পারবেন।