বর্তমানে যেকোনো জমির পরিমাপ শতাংশ হিসাব বের করতে পারবেন মাত্র ১ মিনিটে। অতীতে জমির হিসাব বের করতে সার্ভেয়ান এর কাছে যেতে হত। কিন্তু বর্তমানে আপনি নিজেই জমির শতাংশ বের করতে পারবেন। 

তাই আসুন, কিভাবে সহজ পদ্ধতিতে জমির শতাংশ হিসাব বের করতে হয় তা জেনে নেওয়া যায়। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার জন্য ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপ দিয়ে মাত্র ১ মিনিটে যেকোন জটিল জমির হিসাব বের করতে পারবেন খুব সহজে। 

এজন্য প্রথমে প্লে-স্টোর থেকে ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপ ইনস্টল করতে হবে। তারপরে অ্যাপটি ওপেন করুন। 

এবার আপনার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত তা লিখতে হবে। অতঃপর ফলাফল বাটনে ক্লিক করলে জমির শতাংশ হিসাব বের হয়ে যাবে। 

এভাবেই সহজ পদ্ধতির মাধ্যমে যেকোনো জটিল এবং কঠিন জমির শতাংশ হিসাব বের করতে পারবেন ১ মিনিটে। 

জমির হিসাব বের করার নিয়ম

তথ্য প্রযুক্তির এই যুগে, জমির হিসাব বের করা এখন একদমই সহজ। নিম্নের ধাপগুলো অনুসরণ করে জমির হিসাব বের করুন সহজে।

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

ধাপ ১ঃ ভূমি পরিমাপ ক্যালকুলেটর ইনস্টল করুন 

এক মুহূর্তের মাধ্যমে জমির হিসাব বের করতে প্রথমে আপনাকে ভূমি পরিমাপ ক্যালকুলেটর ইন্সটল করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোরে গিয়ে ভূমি জরিপ ক্যালকুলেটর লিখে সার্চ করুন। তারপরে উপরের আপনি ইন্সটল করবেন। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

ধাপ ২ঃ ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করুন 

এবার ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করবেন। তারপরে জমির ক্যালকুলেটর অপশনে ক্লিক করতে হবে। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

ধাপ ৩ঃ জমির পরিমাপ ক্যালকুলেটর অপশনে ক্লিক করুন 

ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করে জমির ক্যালকুলেটর অপশনে ক্লিক করবেন। অতঃপর জমির পরিমাপ ক্যালকুলেটর অপশনে ক্লিক করে দিন। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

ধাপ ৪ঃ জমির দৈর্ঘ্য এবং প্রস্থের তথ্য দিন 

এই পর্যায়ে আপনার জমির দৈর্ঘ্য ও প্রস্থের তথ্য দিতে হবে। জমির দুটি দৈর্ঘ্য ও দুটি প্রস্থের তথ্য দিন। জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যেন ঠিক থাকে এ বিষয়ে লক্ষ্য রাখবেন। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করুন 

ধাপ ৫ঃ পরিমাপ বাটনে ক্লিক করুন 

উপরোক্ত তথ্যের মতো জমির দুটি দৈর্ঘ্য ও দুটি প্রস্থ ফুট আকারে দেওয়ার পরে পরিমাপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার জমির ক্ষেত্রফল, শতাংশ এবং কাঠা বের হয়ে যাবে। 

এভাবেই উপরোক্ত পাঁচটি ধাপ অনুসরণ করে খুব সহজে যেকোন জটিল জমির শতাংশ হিসাব বের করতে পারবেন মাত্র ১ মিনিটে। 

জমির শতাংশ বের করার নিয়ম

  • জমির শতাংশ বের করতে প্রথমে ভূমি পরিমাপ ক্যালকুলেটর ইনস্টল করুন;
  • তারপরে ভূমি জরিপ ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করুন;
  • এবার জমির পরিমাপ ক্যালকুলেটর অপশনে ক্লিক করবেন;
  • এখন জমির দৈর্ঘ্য এবং প্রস্থের তথ্য দিন;
  • পরিমাপ বাটনে ক্লিক করুন।

ব্যাস, হয়ে গেল আপনার জমির শতাংশ হিসাব বের করা। এভাবেই আপনার জমির কাঠা এবং শতাংশের হিসাব বের করতে পারবেন ১ মিনিটে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *