আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু আর এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম জানেন না? আজকের এই পোস্টে এ্যাপের মাধ্যমে আর এস খতিয়ান যাচাই বাছাই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
বাংলাদেশ জমির খতিয়ানের মধ্যে আর এস খতিয়ান অন্যতম। জমির মালিকানা প্রমাণের জন্য প্রাথমিক কাগজপত্রের মধ্যে আরএস খতিয়ান অন্যতম।
বিগত ১০/২০ বছর পূর্বে আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য ভূমি অফিসে দিনের পর দিন ঘুরতে হতো। কিন্তু ডিজিটাল এই যুগে, এখন আপনি ঘরে বসে যেকোন খতিয়ান অনুসন্ধান করতে পারবেন মুহূর্তের মধ্যে।
তাই আসুন, আর এস খতিয়ান যাচাই করার সবথেকে সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আর এস খতিয়ান যাচাই
আর এস খতিয়ান যাচাই করার জন্য drlms অ্যাপ ইনস্টল করুন। তারপরে অ্যাপটি ওপেন করবেন। এবার খতিয়ান অনুসন্ধান অপশনে ক্লিক করুন।
এখন আপনার জমির ঠিকানা প্রদান করুন। তারপরে জমির খতিয়ান বা দাগ নম্বর লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
উপরোক্ত তথ্য প্রদান করা যদি সঠিক থাকে তাহলে খুব সহজেই নিজের মোবাইলে আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন।
আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান অনুসন্ধান করার বিস্তারিত পদ্ধতি নিম্নে ধাপে ধাপে উল্লেখ করা হলো। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আর এস খতিয়ান বের করে নিন।
ধাপ ১ঃ drlms অ্যাপ ইনস্টল করুন
অনলাইনে আর এস খতিয়ান যাচাই করার জন্য প্রথমে আপনাকে drlms অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোরে গিয়ে drlms লিখে সার্চ করুন। তারপরে install বাটনে ক্লিক করুন।
ধাপ ২ঃ drlms অ্যাপটি ওপেন করুন
Install বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে ইনস্টল সম্পূর্ণ হলে সরাসরি Open অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ সার্ভে খতিয়ান মেন্যুতে ক্লিক করুন
drlms অ্যাপটি ওপেন করলে বেশ কয়েকটি মেন্যু শো করবে। এর মধ্যে থেকে প্রথমে থাকা সার্ভে খতিয়ান মেন্যুতে ক্লিক করবেন।
ধাপ ৪ঃ বিভাগ সিলেক্ট করুন
সার্ভে খতিয়ান মেন্যুতে ক্লিক করার পর এবার আপনার সামনে নতুন একটি মেন্যু আসবে। এখান থেকে আপনার জমির বিভাগ সিলেক্ট করতে হবে।
তাই আমি আমার বিভাগ রংপুর সিলেক্ট করে নিলাম। আপনিও একই রকম ভাবে আপনার জমির বিভাগ সিলেক্ট করে নিন।
ধাপ ৫ঃ জেলা সিলেক্ট করুন
আমার মত করে বিভাগ নির্বাচন করার পর এবার আপনার জমির জেলা নির্বাচন করতে হবে। আমি আমার জমির জেলা নির্বাচন করলাম। আপনিও একই রকম ভাবে আপনার জমির জেলা নির্বাচন করুন।
ধাপ ৬ঃ উপজেলা সিলেক্ট করুন
একই রকম ভাবে জেলা নির্বাচন করার পরে আবারো আপনাকে উপজেলা নির্বাচন করতে হবে। তাই আপনার জমি কোন উপজেলায় অবস্থিত সেই উপজেলা সিলেক্ট করুন।
ধাপ ৭ঃ আর এস খতিয়ান সিলেক্ট করুন
খতিয়ানের ধরন অপশন হতে আপনাকে আর এস খতিয়ান সিলেক্ট করতে হবে। আর এস খতিয়ান সিলেক্ট করার পরে পরবর্তী অপশনের পেজ চলে আসবে।
ধাপ ৮ঃ মৌজা সিলেক্ট করুন
এ পর্যায়ে আপনার জমি কোন মৌজায় অবস্থিত অর্থ্যাৎ, আপনার জমির মৌজা সিলেক্ট করতে হবে। আমি আমার জমির মৌজা সিলেক্ট করেছি। আপনিও আপনার জমির মৌজা একই রকম ভাবে সিলেক্ট করবেন।
ধাপ ৯ঃ খতিয়ান নাম্বার দিন
সর্বশেষ ধাপে খতিয়ানের তালিকা অপশনে আপনার জমির খতিয়ান নাম্বার দিতে হবে। আমি আমার জমির খতিয়ান নাম্বার দিলাম। এবার সার্চ বাটনে ক্লিক করব।
ধাপ ১০ঃ আর এস খতিয়ান যাচাই করুন
সার্চ বাটনে ক্লিক করলে আপনার খতিয়ান নম্বর যদি সঠিক থাকে তাহলে উক্ত জমির মালিকানার তথ্য আপনার সামনে চলে আসবে। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করে জমির মালিকানার যাবতীয় তথ্য দেখতে পারবেন।
এভাবেই উপরোক্ত দশটি ধাপ অতিক্রম করে খুব সহজে যেকোনো জমির আরএস খতিয়ান বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটে।
www.land.gov bd আর এস খতিয়ান চেক করার নিয়ম
- আর এস খতিয়ান বের করার জন্য www.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন;
- তারপরে স্মার্ট ভূমি রেকর্ড অপশনে ক্লিক করবেন;
- এবার সার্ভে খতিয়ান অপশন বেছে নিন;
- এখন জমির ঠিকানা প্রদান করুন;
- খতিয়ানের তথ্য দিন;
- অবশেষে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
এভাবেই www.land.gov bd ওয়েবসাইটে আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন খুব সহজে।